আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার ফরাসি সরকারের থেকে সরাসরি চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল এম (মেরিন) যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির মোট মূল্য প্রায় ৬৩,০০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

এই চুক্তি নৌবাহিনীর জন্য প্রথম বড় ধরনের যুদ্ধবিমান আধুনিকীকরণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবার এই প্রস্তাব সামনে আসে ২০২৩ সালের জুলাই মাসে, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণাক ফরাসি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে।

চুক্তির আওতায় বিমান সরবরাহের পাশাপাশি থাকবে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট, কর্মী প্রশিক্ষণ এবং অফসেট বাধ্যবাধকতার অধীনে দেশের অভ্যন্তরে কিছু যন্ত্রাংশ নির্মাণের ব্যবস্থাও।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু এই মাসের শেষের দিকে ভারতে আসার সময়েই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেলিভারি শুরু হতে পাঁচ বছর লাগতে পারে, অর্থাৎ ২০৩১ সালের আগে পুরো বহরটি নৌবাহিনীতে সম্পূর্ণভাবে যুক্ত হবে না।

রাফাল এম যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম আধুনিক নৌবিমান হিসেবে ধরা হয়। এটি সাফরান গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার, ফোল্ডিং উইং, শক্তিশালী আন্ডারকারেজ ও ক্যারিয়ারে নামার জন্য টেইলহুক সহ বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যে সজ্জিত।

 ২৬টি রাফাল এম-এর মধ্যে থাকবে ২২টি সিঙ্গল-সিটার এবং ৪টি টুইন-সিটার। এই বিমানগুলো মূলত দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে। ভারতীয় মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান তৎপরতার প্রেক্ষাপটে ভারতের সামুদ্রিক স্ট্রাইক সক্ষমতা জোরদার করাই এর মূল উদ্দেশ্য।